ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ পূণ্যভূমি জকিগঞ্জ



জকিগঞ্জ থেকে ফাহমিদ মুনতাসির:

সিলেটের ঐতিহ্যবাহী একটি উপজেলা জকিগঞ্জ। প্রায় ২৮৭ বর্গকিলোমিটার আয়তন নিয়ে  দেশের উওর পূর্বাঞ্চলে অবস্থিত  এই  উপজেলা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে দেশের প্রথম হানাদার মুক্ত হয় এই অঞ্চলটি। ৩৬০ আউলিয়ার মধ্যে একজন হযরত শাহজাকি (রহ.) নামে জকিগঞ্জ উপজেলার নামকরণ করা হয়। 

উপজেলার  তিন দিককে ঘিরে রয়েছে ভারত সীমান্ত। জলাশয়ের প্রধান নদী সুরমা কুশিয়ারা ধারা উপজেলাটি জালের মত বেষ্টিত রয়েছে। জকিগঞ্জের পূর্ব দিকে ভারত থেকে আগত বরাক নদী বাংলাদেশের আমলশীদ নামক স্থানে বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদীর উৎপত্তি হয়েছে। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উপজেলাটিতে  প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করেন প্রায় ৮৯০ জন নারী-পুরুষ। উপজেলার বাসিন্দারা নিজ নিজ ধর্মের আচার ও বিধি-বিধান সক্রিয়ভাবে পালন করে আসছেন যুগ যুগ ধরে। উপজেলা জুড়ে প্রায় ৫২৮ টি মসজিদ এবং ৭৪ মন্দির ও রয়েছে।

উপজেলায় স্বাক্ষরতার হার প্রায় ৭৮% । উপজেলাটিতে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিবর্গ । যারা দেশ ছড়িয়ে সমগ্র পৃথিবীতে সুনাম অর্জন করেছেন নিজ নিজ গুনে। এই উপজেলায় জন্ম নিয়েছেন মরহুম পীরে কামিল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ:), হরযত মাওলানা আব্দুল গফফার মামরখানি (রহ:),মরহুম পীরে কামিল হরযত শাহ শীতালং (রা.) ,মাওলানা আব্দুল জব্বার রায়পুরী (রা.), প্রখ্যাত শিক্ষাবিদ সরকারি কর্মকর্তা মরহুম সাহিত্যিক বাবু গুরুসদর দত্ত, জন্ম নিয়েছেন প্রাক্তন ভূমি সংস্কার মন্ত্রী মরহুম এম এ হক, সাবেক এমপি মরহুম জনাব বিগ্রেডিয়ার অব এম আর মজুমদার ।

উপজেলা জুড়ে রয়েছে একাধিক দর্শনীয় স্থান । এগুলোর মধ্যে উল্লেখযোগ্য জকিগঞ্জের আমলশীদের তিন নদীর মোহনা, জকিগঞ্জ স্থল বন্দর কাস্টম ঘাট, আটগ্রামের সাজিদ রাজার বাড়ি। এছাড়া উপজেলা বিনোদনের প্রাণ কেন্দ্র হিসেবে রয়েছে জান্নাত এন্টারটেইনমেন্ট পার্ক। জকিগঞ্জের এই পার্কটিতে সিলেটের বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিয়ত ঘুরতে আসেন দর্শনার্থীরা। উপজেলাটিতে অর্থনীতির আয়ের প্রধান উৎস কৃষি। ধান , সুপারি ও বাঁশ এই অঞ্চলের অর্থকরী ফসল। এই তিনটি অর্থকরী ফসলের নামে লোক মুখে প্রচলিত রয়েছে একটি প্রবাদ মাছ ,বাঁশ,সুপারি জকিগঞ্জের বেটাগিরি ।

কৃষি নির্ভর এই উপজেলায় নদী ভাঙ্গনের কারণে বন্যায় প্লাবিত হয়ে যায় পুরো উপজেলা । ফলে ধান চাষ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় চাষীদের। উপজেলা বাসি আশা করেন নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কতৃপক্ষ।

তথ‍্য সুত্র: উইকিপিডিয়া, বাংলাপিডিয়া, জকিগঞ্জ উপজেলা ওয়েব পোর্টাল

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন