বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে জনকল্যাণমুখি সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা পেয়েছেন তিন শতাধিক বন্যার্ত মানুষ। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষজ্ঞ চিকিৎসদের নিয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তারা এ সেবা গ্রহণ করেন। এ সময় তাদেরকে বিনামূল্যে জরুরী ওষুধও প্রদান করা হয়।
বাংলাদেশ পল্লী ফোরামের ভাইস চেয়ারম্যান আহসান মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। বক্তব্যে তিনি বলেন, ‘মানবসেবা একটি ইবাদাত। মানুষের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ পল্লী ফোরাম যে আয়োজন করেছে, তা প্রশংসার দাবি রাখে। সংগঠনটির চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহানকে ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সকলকেই সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি প্রত্যেক মানুষের জীবনমান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।’
ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্র মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম, মিয়ার বাজার হযরত শাহচান্দ শাহকালু ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ কবি পিয়ার মাহমুদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর আল ইসলাহ্র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুল মছব্বির। ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিক আহদ-পিয়ার।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ ডা. মারুফা নাজমীন ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ্র সহসভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামিযের সাবেক সভাপতি মাওলানা আবদুল মোমিন, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নেছার উদ্দিন, মাদার বাজার ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সামসুল ইসলাম ইকবাল, শেখ হাবিবুল্লাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ সাহিদুর রহমান, হযরত আবু হুরায়রা দারুসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, আলতাফুর রহমান, আজিজুর রহমান, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক হাফেজ শুয়াইবুল ইসলাম, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি মাওলানা আজাদুল ইসলাম, বাংলাদেশ পল্লী ফোরামের দায়ি কামরুল আশিকী, আবদুল আজিজ, সাহেদ আহমদ শিপু, হোসাইন আহমদ রাজন, নুরুল ইসলাম মুবীন, তানভীর হোসেন, শাহিদ খান, বাবুল হোসেন হাবিব খান, সাদিক আহমদ, আবদুল হাদি রায়হান, নুরুল আলম, নুরুল ইসলাম নাহিদ, জাহেদ মিয়া, রাসেল আহমদ, রুহুল আমিন, ফয়সল ইসলাম, নাজিম উদ্দিন, দেলোয়ার হোসেন সজীব।