জকিগঞ্জে সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে মেডিকেল ট্রেনিং সংক্রান্ত ফ্রি সেমিনার

জকিগঞ্জ পৌর শহরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে মেডিকেল ট্রেনিং সংক্রান্ত দিনব্যাপী ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

গত শুক্রবার জকিগঞ্জ উপজেলা পরিষদ এর দক্ষিণ (পুরাতন আশা ব্যাংক) ও বর্তমান তথ্য অফিস এর বিল্ডিং এ স্থাপিত সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়া সেমিনারটি পরিচালনা করেন চিকিৎসা প্রযুক্তিবিদ ইসমাইল হোসেন খান। উক্ত সেমিনারে জকিগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত স্টুডেন্টরা অংশগ্রহণ করেন এবং প্রতিষ্ঠানের কোর্স সমূহ (নাসিং, প্যারামেডিক, এল, এম, এ, এফ -পল্লী চিকিৎসক, কেয়ারগিভিং, ফার্মেসী, প্যাথলজি, ফিজিওথেরাপি,  ই, সি, জি সম্পর্কে ধারণা নেন। এবং কোর্স ইন্সট্রাক্টর সেমিনার শেষে ওয়ান টু ওয়ান বসে সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানসহ যাবতীয় তথ্য ও কোর্স সম্পর্কে ধারণা প্রদান করেন। 

সেমিনারের একপর্যায়ে জকিগঞ্জ সহ সাম্প্রতিক বিষয়ের উপর ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করেন মহি উদ্দিন সুন্না। এতে চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নবীনতর পূর্বতন