জকিগঞ্জ উপজেলা নির্বাচনে ৩ পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা।

সিলেটর জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ৫ জুন । এদিকে সোমবার মধ্যেরাত থেকে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  প্রতিদ্বন্দিতা করছেন। তবে ভোটারদের কাছে এবারের নির্বাচনে  ৩ পদে ৬ জন প্রার্থী আছেন আলোচনায় শীর্ষে। ভোটের হিসাব-নিকাশ শেষে কে জিতবেন আর কে হারবেন, এ নিয়েই উপজেলা জুড়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। 

উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরজমিন গিয়ে সাধারণ  ভোটারদের সঙ্গে আলাপকালে শেষ মুহূর্তে ৩ পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতায় আছেন বলে জানা যায়। এরমধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দীন চৌধুরী (দোয়াত কলম), জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিছ) প্রতীক নিয়ে জোর আলোচনায় আছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান সিলেট মহানগর আল-ইসলাহ নেতা মাওলানা আব্দুস সবুর (চশমা), গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল (তালা), এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা মাজেদা রওশন শ্যামলী, (কলস) বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দীনের স্ত্রী ও গত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সুলতানা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে ভোটারদের আলোচনার কেন্দ্রে বিন্দুতে আছেন।

এই ৬ জন ছাড়াও এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতাকারী সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মর্তুজা আহমদ চৌধুরী (আনারস), জাপা নেতা ডা. আব্দুশ শুক্কুর (মটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন (মাইক), বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমদ লস্কর (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় থাকা দুই প্রার্থী ব্যতীত অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

নবীনতর পূর্বতন