জকিগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরনে ফুলতলীর বড়ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ও মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি


জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর, গদাধর, লিয়াকতপুর, পূর্ব খালোপাড়, দক্ষিণ বিপক, ডালুরপাড় ও বরকতপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মুর্শীদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলী ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

আর্ত মানবতার কল্যাণে কাজ করা সংস্থা লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় ২৪ জুন সোমবার বিকাল ২ টার সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, লতিফি হ্যান্ডসের স্পেশাল প্রোগ্রাম ম্যানেজার লোকমান আহমদ চৌধুরী সাদী প্রমূখ।
নবীনতর পূর্বতন