শ্রীমঙ্গলে বজ্রপাতে জকিগঞ্জের যুবকের মৃত্যু


শ্রীমঙ্গলে বজ্রপাতে জকিগঞ্জের রাসেল আহমদ (২৫) নামের ১ যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩ টার সময় শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে। জানা যায়, জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মস্তাক আহমদ স্ব-পরিবারে বড় ছেলের শ্বশুর বাড়ি শ্রীমঙ্গলে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। বিকাল তিনটায় শ্রীমঙ্গলে পার্কিং অবস্থায় গাড়িতে অকস্মাৎ বজ্রপাত ঘটে। ঘটনাস্থলে মারা যান প্রাইভেট মাইক্রোবাস চালক খলাছড়া গ্রামের কবির আহমদের ছেলে রাসেল আহমদ (২৫)।

আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় দুই পথচারী। গাড়িতে থাকায় আহত হন মস্তাক কাউন্সিলরের ছোট ছেলে, পুত্রবধু ও নাতি। কাউন্সিলর মোস্তাক আহমদ গাড়ি থেকে নেমে কেনাকাটায় থাকায় তিনি আহত হননি।
নবীনতর পূর্বতন