জকিগঞ্জ প্রতিনিধি :::
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন বেডস ইউকে কোরবানির প্রজেক্ট ২০২৪ প্রকল্পের আওতায় জকিগঞ্জের মানিকপুর ইউনিয়ন হত-দরিদ্র প্রায় ১৫০ পরিবারের মধ্যে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।
১৭ জুন (সোমবার) গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন বেডস ইউকের দায়িত্বশীল লন্ডন প্রবাসী আশরাফুর রহমান ও মাওলানা মো. জিল্লুর রহমানের বাড়িতে বিতরণ সম্পন্ন হয়।
এসময় কোরবানিদাতা রানু মিয়া, শাহিন মিয়া, জায়দেন খান, শেবুল মাহিদ মিয়া, আবিদা জাইবা নুর শাহ, চেরাগ আলী, আজিজুর নাহার,সহ দাতাগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।