জকিগঞ্জে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন মাও. আব্দুস সবুর

জকিগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরকে নির্বাচন করা হয়েছে। রবিবার সকাল ১১টার সময় উপজেলা অডিটোরিয়ামে ৬ষ্ট উপজেলা পরিষদের ১ম মাসিক সভায় জকিগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল নির্বাচন করা হয়। উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদ্বয়কে অভিনন্দন জানান উপস্থিত ব্যক্তিবর্গ। সভায় উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম উপজেলা পরিষদের প্যালেন গঠন করার জন্য আহবান জানান। পরে উপস্থিত জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে উপজেলা পরিষদের প্যানেল গঠিত হয়। জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদের প্রস্তাবে ও বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরীর সমর্থনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যানবৃন্দের কন্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরকে নির্বাচন করা হয়।

পরে একই স্থানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধমুলক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা আক্তার, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, সমবায় কর্মকর্তা ফখর উদ্দীন, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার মাসুম মিয়া, জাইকার প্রতিনিধি ফেরদৌস জামান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শিহাব উদ্দীন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ প্রমুখ।
নবীনতর পূর্বতন