জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আল-ইসলাহ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের সমর্থনে শনিবার সকাল ১১ টার সময় ফুলতলীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আনজুমানে আল-ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। বক্তব্য রাখেন আল-ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান। জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা আব্দুল জব্বার, মাওলানা ফারুক আহমদ, মাওলানা হারুন রশীদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, অর্থ সম্পাদক মাওলানা শাহেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম, আলা উদ্দীন, মাওলানা ফয়েজ আহমদ, হাফিজ হাবিবুর রহমান, বারঠাকুরী ইউনিয়ন আল-ইসলাহ সভাপতি মাসুক আহমদ মেম্বার, সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন, সুলতানপুর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জামাল উদ্দীন, বারহাল ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবুল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আল-ইসলাহ সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুস সবুরের বিজয় পুনরায় নিশ্চিত করতে সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।