জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জে ২০ জন অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার ইস্টহ্যান্ড ইন্টারন্যাশনাল চ্যারিটি-এর অর্থায়নে এবং হাফিজ মজুমদার ট্রাস্টের অনন্য প্রকল্প শায়লা স্মৃতি স্বনির্ভর প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় শারিরীক প্রতিবন্ধীদের (২০ জন) হুইলচেয়ার ও দর্জিবিজ্ঞান শাখায় প্রশিক্ষণ প্রাপ্তদের (১২জন) সেলাইমেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ জকিগঞ্জ-কানাইঘাটের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়রাম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার এমপি।
উপস্থিত ছিলেন হাফিজ মজুদদার ট্রাষ্টের সভাপতি মেজর (অব.) নাজিম উদ্দিন মজুমদার, ইস্টহ্যান্ড ইন্টারন্যাশনাল চ্যারিটি - এর অ্যাম্বেসেডর পলি রহমান , গিয়াস উদ্দিন মজুমদার, নাদের আহমদ মজুমদার , হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব মোঃ কুতুব উদ্দিন, শায়লা স্মৃতি স্বনির্ভর প্রকল্পের নির্বাহী পরিচালক মাওলানা ছালিক আহমদ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দেলোয়ার হোসেন হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্ট সহকারী সচিব শুভ্র কান্তি দাস, জকিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন প্রমুখ ।