জকিগঞ্জের হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের সামনে সোমবার রাত ১১ টার সময় ব্যাটারী চালিত অটোরিকশা (টমটম)-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে আলীম উদ্দিন (২৪), আতাউর রহমানের ছেলে তারেক আহমদ (২২), আবুল কালামের ছেলে রাহাত আহমদ (২২)।
প্রত্যক্ষদর্শিরা জানান, জকিগঞ্জ থেকে আসা বেপরোয়া গতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে প্রচন্ড ধাক্কা খায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী পায়ের হাটুতে গুরুতর আঘাত পান। সাথে সাথে স্থানীয়রা তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।