জকিগঞ্জে এমপির ঈদ উপহার পেয়ে খুশি মসজিদের ইমামগন!


সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির ব্যক্তিগত পক্ষ থেকে মঙ্গলবার ফুলতলী ছাহেব বাড়ীতে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমামদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। এসময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ও বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।

লতিফিয়া ইমাম সমিতি জকিগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম জানান, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদের ৫৫ জন ইমামদের মধ্যে এমপি মহোদয়ের পক্ষ থেকে চাল, তেল, ময়দা, লাচ্ছি সেমাই, চিনি, শাড়ী, লুঙ্গি, গরুর গোস্ত উপহার হিসেবে প্রদান করেন। এ সময় আগত ইমামদের জন্য ১টি করে ইফতারের প্যাকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। ইমামগন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপির পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবীনতর পূর্বতন