জকিগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে সারা দেশের সকল উপজেলায় একসাথে ভার্চুয়ালি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার সময় জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জকিগঞ্জে অনুষ্ঠিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করনের উপর জোর দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রয়োজনে এ ব্যাপারে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের তাগিদ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।

মোঃ সিদ্দিকুর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহফুজ আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আহাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ,  উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমূখ।

পরে জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি’র আয়োজনে, প্রণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণলায়ের সহযোগিতায় প্রাণিসম্পদ প্রদর্শণী মেলায় ৫০ টি ষ্টলে বিভিন্ন জাতের পশুপাখি প্রদর্শন করা হয়।

নবীনতর পূর্বতন