জকিগঞ্জে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন নির্দেশিকা বাস্তবায়নে আলোচনা সভা


জকিগঞ্জে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন নির্দেশিকা বাস্তবায়নে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্টের সহযোগিতায় মঙ্গলবার দুপুর ১২টার সময় বারঠাকুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মহসীন মর্তুজা চৌধুরী টিপুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুকউদ্দিন আহমদ।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর উদ্দোগে আয়োজিত আলোচনা সভায় বারঠাকুরী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সকে আগামী মে মাসের ২ তারিখ থেকে ধুমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষনা করা,  ইউনিয়নের অন্তর্ভুক্ত  ৩টি বড় বাজারের তামাকজাত পণ্য বিক্রেতাদের লাইসেন্সের আওতায় আনয়ন ও তামাক নিয়ন্ত্রন কার্যক্রমে নিয়োজিত সংস্থা এসডিএসকে আর্থিক সহযোগিতা করে তামাক নিয়ন্ত্রন নির্দেশিকা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুকিত মুকুল, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সেক্রেটারি ময়নুল হক, জকিগঞ্জ থানার উপপরিদর্শক মুহিত মিয়া, বারঠাকুরী বাজার বনিক সমিতির সেক্রেটারি ডা. আব্দুল কাদির, শরীফগঞ্জ বাজার বনিক সমিতির সেক্রেটারি শাহাব উদ্দিন সাবু, সোনাসার বাজার বনিক সমিতির সেক্রেটারি মামুনুর রশীদ পারভেজ,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি দেলওয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি সহিদ উদ্দিন আহমদ সহ বারঠাকুরী ইউনিয়নের সকল জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
নবীনতর পূর্বতন