আর-রাহমান ফাউন্ডেশনের দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন


শাহ্ মাশুক নাঈম

আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশনের  উদ্যোগে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাছনবাহার জামে মসজিদে অনুষ্ঠিত মাসব্যাপী কিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে হাছনবাহার জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ, সভাপতিত্ব করেন হাছনবাহার জামে মসজিদ সভাপতি আবদুল আলী।

আব্দুল মালেকের তিলাওয়াতের মাধ্যমে মো. হোসেন আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিতি ছিলেন রসরাই হযরত শাহ্জালাল দারুসুন্নাহ হিঃকোঃ দাখিল মাদ্রাসার সুপার ও অত্র কিরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা শাহ্ মাশুক নাঈম, আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ ক্বারী ফয়ছল আহমদ, ব্যংকার আবদুল মোতালিব, আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, ক্বারী জাহেদ হাসান, ক্বারী আবু তাহের, ক্বারী ইমন মিয়া, আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি খোকন মিয়া, সহ-সাধারণ নজরুল ইসলাম, সদস্য, শাহাদাৎ হোসেন, সজিব মিয়া, সোহাগ মিয়া,  আবদুর রহমান, বৈঠাখাই বাজার কমিটির সাধারণ সম্পাদক ডাঃ আবদুল মানেক, বিশিষ্ট মুরুব্বি মোশারফ হোসেন, লাল মিয়া, জয়নাল আবেদীন, ফজর আলী, জাকির হোসেন, মানিক মিয়া, আলী হোসেন, রফিকুল ইসলাম, আতর মিয়া, আবু তাহের,  কপুল উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন, ইমান হোসেন, রাসেল মিয়া, সালমান আহমদ, বরজু মিয়া, হারুন মিয়া, হাছন আলী, হেলাল মিয়া, আব্দুল সোবহান প্রমুখ।
পরিশেষে দারুল কিরাতের ছাত্রী/ছাত্রীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ।

নবীনতর পূর্বতন