জকিগঞ্জে জটিল রোগীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ
লোভী মানুষদের ভেদ করে দুঃখী মানুষের পাশে দাড়ানো আমাদের লক্ষ্য : মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি
সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি বলেছেন, প্রকৃত অসহায় রোগীরা যাতে আর্থিক অনুদানের চেক পায় সে বিষয়ে নজর দিতে হবে। আমাদের সমাজে কিছু লোভী মানুষ আছে যারা প্রকৃত অসহায় দুঃখী মানুষের কাছে পৌছাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই লোভী মানুষদের ভেদ করে প্রকৃত দুঃখী মানুষদের পাশে দাড়ানো আমাদের লক্ষ্য। প্রকৃত রোগীরা যাতে আর্থিক সহযোগিতা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি সোমবার বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজসেবা অধিদপ্তর থেকে ৬ টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে ৩২জন রোগীদের মধ্যে মোট ১৬ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। প্রত্যেক রোগী ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রকে পেরালাইজ, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ প্রমুখ।