বালাগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ফলাফল পর্যবেক্ষণে সাথে মতবিনিময়

বালাগঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ফলাফল পর্যবেক্ষণে উপজেলা প্রশাসনের সাথে ২৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউরোপীয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশের এভিসিবি প্রকল্পের প্রতিনিধিদলকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ইউরোপীয়ান ইউনিয়ন (EC) কর্তৃক আন্তর্জাতিক পরামর্শক (ROM) বিশেষজ্ঞ সান্ডা এলেনা ও সরদার এম আসাদুজ্জামান, এসিসট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, পিএমপিএসইউ, ইউএনডিপি বাংলাদেশ এবং বিভাষ চক্রবর্তী, জাতীয় প্রকল্প সমন্বয়কারী এভিসিবি ৩য় পর্যায় প্রকল্প এবং উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক। 

এসময়, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের চলমান কার্যক্রম বাস্তবায়নে মাঠ পর্যায়ের অগ্রগতি ও ফলাফলসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদল পরবর্তীতে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন পরিষদে পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়াসহ ইউনিয়ন পরিষদের সচিব এবং পরিষদের অন্যান্য  সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন এভিসিবি-৩য়  পর্যায় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান আখঞ্জী এবং উপজেলা সমন্বয়কারীগন।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাংলাদেশে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ দেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে। উক্ত প্রকল্পটি আর্থিক এবং কারিগরি সহায়তা করছেন ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি বাংলাদেশ। 

৩য় পর্যায়ে প্রকল্পটির অনুমোদিত ফলাফলসমূহ পর্যবেক্ষণের লক্ষ্যে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার কর্মকৌশল হিসেবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহের নিমিত্তে মূল্যায়ন মিশনটি সরেজমিনে মাঠ পরিদর্শন ও গ্রাম আদালত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মত বিনিময় ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শন করবেন। পরিকল্পনা অনুযায়ি উক্ত মিশনের অংশ হিসেবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

নবীনতর পূর্বতন