জকিগঞ্জের হাতিডহরে বজ্রপাতে যুবতীর মৃত্যু

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের হাতিডহর গ্রামে মঙ্গলবার বিকাল ৪টার সময় বজ্রপাতে ১ যুবতীর মৃত্যু হয়েছে। নিহত যুবতীর নাম বুশরা বেগম (১৯)। সে হাতিডহর গ্রামের মোস্তাক আহমদের মেয়ে ও মিনু মিয়া মহরিরের ভাতিজি।

জানা যায়, মঙ্গলবার বিকালে ছোট বোনকে সাথে নিয়ে বাড়ীর পাশের সবজি ক্ষেতে অবস্থান করছিল বুশরা বেগম। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং ময়নাতদন্ত ছাড়াই অনুমতি সাপেক্ষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নবীনতর পূর্বতন