সিলেট-জকিগঞ্জ রোডে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ আইসিইউতে


সিলেট-জকিগঞ্জ রোডের দিঘীরপাড় এলাকায় শুক্রবার বিকাল ২টার সময় সড়ক দূর্ঘটনায় আব্দুল হক (৭০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। বৃদ্ধ আব্দুল হক বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জিড়খাই গ্রামের বাসিন্দা।

আহত বৃদ্ধের শ্যালক জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের ইমরান হোসেন শিবলু জানান, শুক্রবার বিকালে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি দ্রুতগতির নোহা গাড়ী রাস্তার পাশে দাড়িয়ে থাকা বৃদ্ধ আব্দুল হককে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে যায়। এতে বৃদ্ধ আব্দুল হকের পা ও মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার পা ও মাথায় অপারেশন সম্পন্ন করে আইসিইউতে ভর্তি আছেন।

এ ব্যাপারে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ঘটনাটি জেনেছি। আহত ব্যক্তির পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। খোজ নিয়ে গাড়ির ব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে। 

নবীনতর পূর্বতন