জকিগঞ্জে ট্রাক শ্রমিকের ঈদ পুনঃমিলনী ও আলোচনা সভা

এক্সিডেন্ট হলেই ড্রাইভারকে দায়ী করে গাড়ী ভাংচুর করা অত্যন্ত গর্হিত ও বিবেকহীন কাজ : মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি

ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, ড্রাইভাররা হয়রানী হন এটা সত্য। একটা এক্সিডেন্ট হলেই ড্রাইভারের উপর চলে যায়, দূর্ঘটনা হলে ড্রাইভারকে দায়ী করে গাড়ী ভাংচুর করা হয়, এটা অত্যন্ত গর্হিত ও বিবেকহীন কাজ। কারন কোনো দুর্ঘটনা মানুষ ইচ্ছা করে ঘটায় না। ড্রাইভারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদেরকে নিশ্চিত করতে হবে অবৈধ লাইসেন্সধারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। যদি প্রকৃত লাইসেন্সধারীদের নিয়ে আসতে পারেন, তাহলে পুলিশী হয়রানি ও সামাজিক হয়রানি থেকে আপনারা বাঁচবেন। জনসাধারণকে উদ্দেশ্য করে বলেন, আমি যাদের পক্ষে কথা বলছি তারা যদি বয়কট করে তাহলে আপনারা পণ্য পাবেন না। আপনাদের দোকানে খাদ্য পন্য আসবে না। এটা আমরা জানি। তাদেরকে সম্মান দিয়ে বলছি, তাদের মধ্যে যে সকল দূর্বলতা রয়েছে সেগুলো দূর করার আশ্বাস দিলে তাদের সকল বিপদ আপদ দেখার দায়িত্ব আমরা গ্রহন করবো।

তিনি আরো বলেন, শ্রমিকদের ব্যাপারে আল্লাহকে ভয় করুন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষ কোনো শ্রমিকের শ্রম নিয়ে তাকে তার পাওনা থেকে আংশিক বঞ্চিত রাখে, তাহলে ঐ শ্রমিকের পক্ষে কিয়ামতের দিন আমি নবী ওকালতি করবো। আল্লাহর নবী (সা) যার বিরুদ্ধে ওকালতি করবেন তার অবস্থা কি হবে? সুতরাং শ্রমিকদের শ্রমের মর্যাদা প্রতিষ্টা করুন।

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি গত শনিবার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে সিলেট জেলা ট্রাক, পিকাপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্র-২১৫৯ এর অন্তর্ভুক্ত জকিগঞ্জ উপকমিটির আওতাধীন সর্বস্তরের শ্রমিকদের উদ্যোগে আয়োজিত ঈদ পুণঃমিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে শ্রমিকদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপিকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শ্রমিকনেতা আব্দুর রহিম চৌধুরী আদু মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা ট্রাক,পিকাপ,কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, জেলার কার্যকরি সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক বিলাল মিয়া, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, কানাইঘাট শাখার সভাপতি জসিম উদ্দিন ও বিয়ানীবাজার শাখার সহ-সভাপতি লোকমান উদ্দিন।

শ্রমিক নেতা আব্দুল মালিক মলিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হুসেন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি শ্রমিকদের জন্য জকিগঞ্জের প্রতিটি বাজারে স্ট্যান্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন আপনাদেরকে এগুলো থেকে গাঁজার আসর, ড্রাগ বিক্রয় ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে হবে। তাহলে আঞ্চলিক বাধার সম্মুখীন হবেন না।

নবীনতর পূর্বতন