জকিগঞ্জে আল-ইসলাহ'র সম্মেলনে সহস্রাধিক নেতাকর্মীদের শপথ পড়াবেন মাও. হুছামুদ্দীন চৌধুরী এমপি

সম্মেলন সফলের লক্ষে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

জকিগঞ্জে দীর্ঘপ্রতিক্ষার পর ১০ মার্চ রবিবার উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর হাতে গড়া গণমানুষের সংগঠণ বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র তৃণমুল নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন। সম্মেলন জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত প্রায় সহস্রাধিক নেতাকর্মী দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপির কাছে সাংগঠনিক শপথ গ্রহন করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। সম্মেলনকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ প্রকাশিত হবে। তাছাড়া মাহে রামাদানের আগমনী বার্তা হিসেবে সেহরি ও ইফতারের সময়সূচি সম্বলিত ক্যালেন্ডার এবং নেতাকর্মীদের সাংগঠনিক পরিচয় পত্র প্রদান করা হবে এই সম্মেলনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি ও ধর্মমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল-ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ।

সম্মেলনকে সফল করার লক্ষে গতকাল শনিবার বিকাল ২টার সময় জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম।  উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আবু সায়িদ মোঃ আশিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আলীম উদ্দীন, জামাল আহমদ প্রমুখ।

সভায় নেকৃবৃন্দ জানান, এই সম্মেলন গতবছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন থাকায় তা করা সম্ভব হয় নি। এটা নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রোগ্রাম।

তবে উপজেলা নির্বাচনকে সামনে রেখে আল-ইসলাহ'র এই সম্মেলনে চোখ থাকবে গোটা উপজেলা বাসীর। কারণ অন্যান্য যেকোনো সময়ের চাইতে বর্তমানে জকিগঞ্জ আল-ইসলাহ যতেষ্ট শক্তিশালী একটি সংগঠন। তৃণমূলে  তাদের রয়েছে হাজার হাজার কর্মীসমর্থক। এই আসনের বর্তমান সংসদ সদস্য আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি, বিধায় স্বভাবতই এখানে আল-ইসলাহ'র যতেষ্ট প্রভাব আছে। তাছাড়া গত উপজেলা নির্বাচনে আল-ইসলাহ'র সমর্থিত মাওলানা আব্দুস সবুর ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আসন্ন নির্বাচনেও আল-ইসলাহ প্রার্থী দিচ্ছে এমন সংবাদে গোটা উপজেলা বাসীর নজর আল-ইসলাহ দিকে। এজন্য কালকের সম্মেলন ঘিরে জকিগঞ্জ বাসীর জন্য ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নবীনতর পূর্বতন