জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলার কাজলসার ও বীরশ্রীর ইউনিয়নের ২০টি গ্রামের মানুষের চলাচলের অন্যতম রাস্তা সড়কের বাজার-বৈরাগী বাজার, জামালপুর, বিঙ্গাইর বাজার জিরো পয়েন্টে ২৫ শে মার্চ সোমবার ৫ কোটি ৮৩ লক্ষ টাকা ব্যায়ে জনগুরুত্বপূর্ণ এই রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীন সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এ রাস্তায় ব্যায় হবে ৫ কোটি ৮৩ লক্ষ টাকা।
এ সময়ে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশফুল আম্বিয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী রাশেদুর রহমান, কানাইঘাট উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন সিদ্দিকী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।