জকিগঞ্জে সুরমা ব্লাড ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা
জকিগঞ্জে তরুন সমাজকর্মীদের মানবিক সংগঠন সুরমা ব্লাড ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদানের মাধ্যমে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে মানবিক মানুষ হয়ে ওঠেন। মুমূর্ষের জীবন বাঁচানোর মাধ্যমে তাদের মধ্যে প্রশান্তি আর আত্মসন্তুষ্টি বিরাজ করে। স্বেচ্ছা রক্তদানের মতো মানবিক কাজের বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি রক্তদাতাকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে। একজন সুস্থ ও ভালো চরিত্রের মানুষের রক্ত যেমন নিরাপদ, তেমনি এর মাধ্যমে রক্তের সম্পর্কের মতো উভয়ের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠে। শনিবার কালীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সুরমা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড দান, সামাজিক কাজে উদ্বুদ্ধকরণ ও সেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
তরুন সংগঠক হাসিব তাপাদারের সভাপতিত্বে ও আরিফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোয়াজ্জেম ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, দৈনিক একাত্তরের কথার জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হক মুন্না, কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ফার্মাসিস্ট জুবায়ের আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম হামিদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান হাবীব লায়েক, বিশিষ্ট ছাত্রনেতা আজহার চৌধুরী।
সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য মীজানুর রহমানের কোরআন তেলাওয়াত ও আমান আহমদের নাতে রাসুল (সা) পরিবেশনের মাধ্যমে শুরু হয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোফাজ্জল আহমদ, পারবেজ আহমদ, জকিগঞ্জ অনলাইন টিভির তানিম আহমদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে অর্ধশতাধিক রক্তদাতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।