সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পশ্চিম প্রান্ত থেকে আজ দুপুরে রাশেদ আহমদ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, গত ৬/৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে লাশ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।