নবীগঞ্জে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার


নবীগঞ্জ প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের মো. আইন উদ্দিন (২৭) নামে এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরিজম ইউনিট (এটিইউ)।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন বাউশ দেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অপরাধ কর্মে ব্যবহƒত একটি মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়েছে।
এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেলের গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মো. আইন উদ্দিনসহ তার অন্যান্য সহযোগীরা দীর্ঘদিন যাবৎ সাইবার স্পেস ব্যবহার করে বিভিন্ন উগ্রবাদী কন্টেন্টের প্রচার-প্রচারণাসহ ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশে নিষিদ্ধ সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

তারা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভিন্ন সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এ ছাড়াও, তারা আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ করে তাদেরকে উগ্রবাদের দিকে আহ্বান করার মাধ্যমে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর নতুন সদস্য সংগ্রহের কাজ করে আসছিলেন।

নবীনতর পূর্বতন