জকিগঞ্জের বিভিন্ন দারুল কিরাত সেন্টারে তালামীয নেতৃবৃন্দের সফর

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শাখা কেন্দ্রে বুধবার জকিগঞ্জ উপজেলা তালামীযের নেতৃবৃন্দ দাওয়াতি সফর করেন। জকিগঞ্জ উপজেলা সভাপতি মো. আলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. খলিলুরর রহমান এর নেতৃত্বে দাওয়াতি সফরে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা শাখার সদস্য মো.আব্দুল হামিদ, বারঠাকুরী ইউনিয়নের সভাপতি মাজেদ আহমদ, সুলতানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান।

এসময় নেতৃবৃন্দ উপজেলার জকিগঞ্জ সদর, খলাছড়া, সুলতানপুর, বারঠাকুরী ও কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন শাখার নাজিম, প্রধান ক্বারী,সহকারি ক্বারীগণের সাথে সাক্ষাৎ করেন ও শিক্ষার্থীদের হাতে সংগঠনের পরিচিতি প্রদান ও কুশল বিনিময় করেন।
নবীনতর পূর্বতন