জকিগঞ্জ উপজেলার তাবলীগ জামাতের প্রবীন মুরুব্বী, সহিদাবাদ গ্রাম নিবাসী মাওলানা আব্দুল কাইয়ুম (৮৫) গত মঙ্গলবার রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুরের ভগ্নিপতি ছিলেন।
বুধবার বাদ জোহর গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানের তাঁকে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে মাওলানা নূর আহমদ। মরহুমের জানাযায় অসংখ্য উলামায়ে কেরামসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহন করেন। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের স্মৃতিচারণে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা জিয়া উদ্দিন, রামধা মাদ্রাসার মুহতামিম মাওলানা ইউসুফ খাদিমানী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালী ও মুফতি আবুল হাসান, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী বুরহান উদ্দীন প্রমুখ প্রুমখ। মাওলানা আব্দুল কাইয়ুম ব্যাক্তিজীবনে অত্যন্ত পরহেজগার ধর্মপরায়ণ মানুষ ছিলেন। তাঁর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।