পবিত্র মাহে রামাদান উপলক্ষে জকিগঞ্জে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ১৪ রামাদান সোমবার বারহাল ইউনিয়নের শাহবাগ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ও জকিগঞ্জ থানা প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে ১০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ ও ১ নং বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মনজুরুল হামিদসহ জকিগঞ্জ থানা পুলিশের সদস্য বৃন্দ। গরিব ও দুস্থ মানুষেরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার পেয়ে বাংলাদেশ পুলিশের জন্য দোয়া করেন ।
বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গরিব ও দুস্থ মানুষদের ইফতার সামগ্রী উপহার প্রদান করায় সকলে বাংলাদেশ পুলিশের উদ্যেগকে সাধুবাদ জানান ও বাংলাদেশ পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। সর্বদাই জনগণের পাশে বাংলাদেশ পুলিশ।