জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের এলংজুরী গ্রামের আব্দুস শুক্কুরের বাড়িতে আগুন লেগে মুহুর্তেই ছাই হয়ে যায় গবাদিপশুর জন্য রাখা খড়ের ঘর। গতকাল শুক্রবার সকাল অনুমান ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রতিবেশীরা এসে আগুন নেবানোর চেষ্টা করেও ব্যার্থ হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুস শুক্কুর ও প্রতিবেশী নাজিম উদ্দিনের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।
জকিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আজম আলী বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আব্দুস শুক্কুরের খড়ের ঘরের পাশেই রয়েছে তার বসত ঘর। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা হয়েছে। আগুনে অনুমান দশ হাজার টাকার ক্ষতি হয়েছে।
একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকার জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা জানান, এলাকায় প্রতিবেশীদের সাথে যে কোনো বিষযে মনোমালিন্য দেখা দিলেই একে অপরকে ফাঁসানো বা ক্ষতিসাধনের লক্ষ্যে এসব কার্যকলাপ দীর্ঘদিন থেকে করে আসছে। এ সব কার্যকলাপ রোধ করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।