জকিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, নারীকে তার ন্যায্য অধিকার না দিলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে না। তাই সর্বক্ষেত্রে নারীকে তার ন্যায্য অধিকার প্রদান করে দেশ ও জাতির কল্যাণ ত্বরান্বিত করতে হবে। বাংলাদেশ সরকার নারীর অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। শুক্রবার সকালে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। "নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক দেলওয়ার হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব) বেলাল আহমদ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, যুব সংগঠক ইসলাম উদ্দীন। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান হাবীব লায়েক, কোষাধ্যক্ষ তারেক আহমদ, অফসেড বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রউফ ময়নুল, উপজেলা আইসিটি উদ্যোক্তা শাহাদত হোসেন খান রেজা প্রমুখ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন কিশোর-কিশোরী ক্লাবের প্রশিক্ষক ও জকিগঞ্জ উপজেলা গার্লস স্কুলের সহকারি শিক্ষক মরিয়ম জান্নাত, কবিতা আবৃত্তি করেন পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের সদস্য হালিমা আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ী দশজন নারীকে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।