জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত রুবেল আহমদ জুবেল নামের এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৩টার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসিন্দা ও জকিগঞ্জ বাজারের ধান-চাল ব্যবসায়ী।
প্রসঙ্গত, শনিবার রাত ৮টার দিকে জকিগঞ্জ পৌর শহরের লঞ্চঘাট রোডে নিহত রুবেলের দোকানের সন্নিকটে পেছন থেকে ছুরিকাঘাত করে পূর্ব মাইজকান্দি গ্রামের সাজু। মুমূর্ষু অবস্থায় রুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে গত রাত চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল।
এ ঘটনায় জুবেলের ভাই আব্দুল করিম জকিগঞ্জ থানায় অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করেন, পূর্ববিরোধের জেরে সাজু আহমদ ধারালো ছোরা দিয়ে রুবেলকে পাঁচবার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রুবেল আহমদ মাটিতে লুটিয়ে পড়লে সাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, অভিযুক্ত সাজুকে গ্রেপ্তারে কাজ করেছে পুলিশ।