ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি বলেছেন, রামাদান হচ্ছে সিয়াম সাধনার মাস। বছরের বাকী ১১ মাসের নাম মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞান দ্বারা রেখেছে কিন্তু একমাত্র রামাদান মাসের নাম খোদ আল্লাহ রা্ব্বুল আলামীন রেখেছেন। তাই রামাদানে সিয়াম সাধনার মূল শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করার পাশাপাশি যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত রাখা। পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করে ভালবাসার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি ১১ রামাদান সিলেটস্থ হাফিজ কমপ্লেক্সে হৃদয়ে জকিগঞ্জ নামক সমাজসেবী সংগঠনের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হৃদয়ে জকিগঞ্জের সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মানবাধিকার নেতা মারুফ বখতিয়ার চৌধুরী খুররুম। হৃদয়ে জকিগঞ্জের সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, সিলেট দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার হোসেন রাজু, সিলেট মহান জাতীয় ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা হাবীব আহমদ শিহাব, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, জাতীয় যুব সংহতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, সাংবাদিক রহমত আলী হেলালী, আহমদুল হক চৌধুরী বেলাল।
হৃদয়ে জকিগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আয়নুল হক, জাহেদ আহমদ, আল-ইমরান হুসেন, আহমদ সাব্বির, ময়নুল ইসলাম, মুজিবুর রহমান, খালেদ আহমদ, জুনেদ আহমদ প্রমুখ।