উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদীস ওয়াত তাফসির হযরত আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) ও বৃহত্তর ইছামতি এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ইছামতি জামে মসজিদ ও ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে ১৮ রামাদান শুক্রবার ইছামতি শাহী ঈদগাহ মাঠে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ) ও এলাকার মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।
ইছামতি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সভাপতি বুরহান উদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জনপ্রিয় উপস্থাপক মরহুম রেদোয়ান মাহমুদ চৌধুরীর পিতা মাওলানা আহমদ আল কবির, যুব সংগঠক সায়েক আহমদ চৌধুরী।
হাবীবিয়া ছাত্র সংসদের জিএস মিসবাহ উদ্দীন চৌধুরী ও ছাত্রনেতা মাজহারুল ইসলামের যৌথ সঞ্চালনায় ইছতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইছামতি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারি জাকারিয়া আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আবু সুফিয়ান, হাবীবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান, সাবেক ভিপি আকবর হোসেন চৌধুরী, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম প্রমুখ।