দোয়ারাবাজারে দুর্গম অঞ্চলে কাজ করছে মাইজভাণ্ডারী ট্রাস্ট : দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী


শাহ্ মাশুক নাঈম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বলেছেন, দোয়ারাবাজারের দুর্গম অঞ্চলে মাইজভাণ্ডারী ট্রাস্ট ঐতিহাসিক কাজ করে যাচ্ছে। আমি তাদের বহু অনুষ্ঠানের স্বাক্ষী হিসেবে আছি। বহুমুখী এ কাজগুলো আমাকে অনুপ্রাণিত করে। বিশেষ করে অমুসলিম সহযোগিতার খাতটি আমাকে মুগ্ধ করেছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টির প্রতি। দেওযান তানভীর আশরাফী চৌধুরী বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলার হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী খানকায় ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বৃত্তি তহবিল’ আয়োজিত ২০২৩ পর্বের শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফর আলীর সভাপতিত্বে ও  সাংগঠনিক সমন্বয়কারী নূর মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমান, লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম জহির।

উপস্থিত ছিলেন, সিএ শফিকুর রহমান, ডা. এস এম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, তারেক মাস্টার, ডা. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমিন মিয়া, ডা. এনামুল হক, ব্যবসায়ী আব্দুল জলিল, কেন্দ্রিয় সদস্য গোলাম হোসেন, ফখর উদ্দিন, সমাজপতি বিল্লাল হোসেন, কৃষি অফিসার আব্দুল কুদ্দুস, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আনছার আলী, আলিম উদ্দিন পলাশ সিপি এইচ পি, মাষ্টার ইয়াকুব, মাষ্টার মোতালিব, জজ আলি, হুমায়ুন মিয়া, ছিদ্দিকুর রহমান, আজাদ হোসেন সহ এলাকার মুরব্বি ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফর আলী বলেন, ট্রাস্ট এই অঞ্চলের জন্য মানবাবতার। তাঁদেরকে আঞ্চলিক ও জাতীয়ভাবে সংবর্ধিত করা প্রয়োজন।  

নবীনতর পূর্বতন