১২০ টাকায় পুলিশের চাকুরি পেল বিশ্বনাথের রিমন রাজ


বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন সদ্য বিশ্বনাথ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী রিমন রাজ (২১)।

রিমন রাজ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসলাম রাজ ও সিতারা বেগম দম্পতির সন্তান।

২ হাজার ১৭৩ জন তরুণ তরুণী আবেদন করার পর ৩ ধাপে ৬২৯ জন লিখিত ও ১৬১ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। মাত্র ১২০ টাকা খরচে ১৩ জন তরুণী ও ৭৩ জন তরুণ পরীক্ষা দিয়ে মোট ৮৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। শনিবার (২৩ মার্চ) রাত ৮ টায় সিলেট নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা করা হয়েছে। পরে উত্তীর্ণ তরুণ তরুণীদের ফুল দিয়ে বরণ করেন পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

নবীনতর পূর্বতন