বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১২ রামাদান শনিবার জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, সিলেট মহানগর আল-ইসলাহ সহ-সমাজকল্যাণ সম্পাদক আলিম উদ্দিন আলম।
জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলমের সঞ্চালনায় আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, অফিস সম্পাদক মাও. আব্দুল হালিম, কাজলসার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম কামালী, মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, সুলতানপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা জামাল আহমদ, বারঠাকুরী ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন, বারহাল ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আবু সায়িদ আশিক, বর্তমান সভপতি আলীম উদ্দীনসহ দারুল কিরাতের বিভিন্ন শাখা কেন্দ্রের শিক্ষকমণ্ডলী, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
বিষয়
ইফতার মাহফিল