আর-রাহমান ফাউন্ডেশনের বিনা মূল্যে কায়দা সিপারা বিতরণ


শাহ্ মাশুক নাঈম
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাছনবাহার জামে মসজিদে আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশন কতৃক পরিচালিত মাসব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদেরকে বিনা মূল্যে কায়দা-সিপারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুম'আ হাছনবাহার জামে মসজিদে কেরাত কেন্দ্রের চল্লিশ জন ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে কায়দা-সিপারা দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শাহ্ মাশুক নাঈম, আনোয়ার হোসেন, অত্র ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য সোহাগ মিয়া। ক্বারী হাফিজ ফয়ছল আহমদ, ক্বারী জাহেদ হাসান,ক্বারী আবু তাহের,ক্বারী ইমন মিয়া প্রমূখ।

নবীনতর পূর্বতন