জকিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে কাঠমিস্ত্রীর বাটালের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রুবেল আহমদ জুবেলের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যে একমাত্র অভিযুক্ত ঘাতক সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী গ্রামের ফুরু মিয়ার ছেলে। খুনী সাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।
গত শনিবার (১৭ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পূর্ব বিরোধের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৪৮) কে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে গিয়ে বাটাল দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে পালিয়ে যায় সাজু। পরে স্থানীয়রা আহত রুবেল আহমদ জুবেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙ্গলবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় জুবেল মারা যান। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করে। গতরাতে জুবেলকে দাফন করা হয়। হামলাকারী সাজু আহমদ সম্পর্কে নিহত জুবেলের বেয়াইরপুত (পুত্রা)। সে পেশায় কাঠমিস্ত্রী।
গত কয়েকমাস থেকে জকিগঞ্জে ঘনঘন খুন-খারাবি, চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ জনগণের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক এই হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে খুনীকে গ্রেফতার করার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
বিষয়
শীর্ষ খবর