জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় নিখোঁজের প্রায় ৩ মাস পর মায়ের বুকে ফিরে গেল নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী শিশু আরমান আহমদ। শুক্রবার জকিগঞ্জ থানার এসআই জাহেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোলাপগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা এলাকা থেকে আরমানকে উদ্ধার করেন। বর্তমানে শিশু আরমান তার মায়ের জিম্মায় রয়েছে।
জকিগঞ্জ থানার জিডি সূত্রে জানা যায়, গতবছরের ২৪ নভেম্বর দুপুর ২ ঘটিকার সময় জকিগঞ্জের খলাছড়া থেকে ১৪ বছর বয়সী শিশু আরমান আহমদ নিখোঁজ হয়। পরে নিখোঁজ শিশুর মা ফরিদা বেগম ছেলের সন্ধান চেয়ে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।
জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার এসআই মুফিদুল হক সজল জানান, নিখোঁজ শিশুকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে মা-বাবার সাথে অভিমান করে পড়ালেখা না করার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছিল।
বিষয়
নিখোঁজ সংবাদ