পবিত্র মাহে রামাদানে ফুলতলীর বড় ছাহেব মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীর মাধ্যমে অসহায় ও নিম্নবিত্ত ৬২০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
৭ রামাদান জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে তরমুজ আলী তাপাদার কুটন মিয়া ওয়েলফার স্মৃতি ট্রাষ্টের অর্থায়নে ও লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় ৬২০টি পরিবারকে এ সকল সহায়তা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ও লতিফি হ্যান্ডসের মাওলানা লোকমান আহমদ চৌধুরী সাদি। ফুড প্যাকেজে রয়েছে ১৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১কেজি চানা, ২কেজি পিয়াজ, ১লিটার তেল, সাবান, ১কেজি লবন, চিনি, ময়দা ও চা পাতা সহ ১৭০০ টাকার প্যাকেজ।
উল্লেখ, পবিত্র মাহে রামাদানে প্রতিদিনই ফুলতলী ছাহেব বাড়ীতে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে নিজে এতিমদের সাথে ইফতার করেন যুগের হাতেমতাঈ খ্যাত মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।