বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, বিগত নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি বিশেষ আন্তরিকতা রাখেন বিধায় আমাকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব প্রদান করেছেন। এটি একটি রাষ্ট্রীয় দায়িত্ব। সংসদ নেতা চাইলে সরকারদল- বিরোধীদল নির্বিশেষে যে কোনো সংসদ সদস্যকে সংসদীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারেন এবং সংসদ যথানিয়মে তাকে নির্বাচন করতে পারে।
এবার অনেক স্বতন্ত্র সদস্যকে বিভিন্ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সদস্য করা হয়েছে। কোনো মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বা সদস্য হওয়ার মানে সরকার দলের সদস্য হওয়া নয়। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই; বরং সুপরিচিত ইসলামী সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি।
মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সম্প্রতি ফেসবুকে প্রচার হওয়া একটি কমিটিতে তার নাম দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তিনি উক্ত কাগজে স্বাক্ষকারী ব্যক্তিকে কল দিয়ে তাকে না জানিয়ে উক্ত উপকমিটিতে কেন তার নাম অন্তর্ভুক্ত করা হলো সে বিষয়ে জানতে চান। তিনি বলেন, আমি গত ৭ জানুয়ারির নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। অথচ এই কমিটির মেয়াদ ২০২২-২০২৫। এখানে আমার নাম আসার প্রশ্নই উঠে না। তাছাড়া ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের নাম এখানে অন্তর্ভুক্ত করা ঠিক হয়নি। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো।