জকিগঞ্জে আল-ইসলাহ'র তৃণমুলের নেতাকর্মীদের নিয়ে গত ১০ মার্চ ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন সফল করায় নেতাকর্মীদের প্রতি জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে প্রেরিত জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কুতবুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বস্থরের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণহয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনে প্রধান অতিথি মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি ও অন্যান্য অতিথিরা সুন্দর ও সফল এই আয়োজনের প্রসংশা করেন। সম্মেলন উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ, রামাদানের ক্যালেন্ডার প্রনয়ণ এবং দায়িত্বশীলদের পরিচয়পত্র তৈরি ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে সম্মেলন বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।