জকিগঞ্জে দীর্ঘ একযুগের পর সিলেট-৫ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা সোমবার সকাল ১১টার সময় জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হাসাপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। এসময় তিনি হাসাপাতালের জনবল সংকট, এম্বুলেন্স সেবা সহ বিভিন্ন সমস্যার কথা শুনে সভায় বসেই স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফোনে কথা বলে দ্রুত সময়ে তা সমাধানের আশ্বাস প্রদান করেন। জকিগঞ্জ হাসপাতালে জনসাধারণের প্রকৃত সেবাপ্রাপ্তির বিষয়ে কার্যকরি ভূমিকা গ্রহন করে সেবার মান উন্নত করতে চিকিৎসক সহ সবাইকে নির্দেশনা দেন। জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে অবস্থানকারী বেসরকারি এনজিও সংস্থা প্রজন্ম রিচার্স ফাউন্ডেশনের কাছ থেকে জনগণ উপকৃত না হলে তাদেরকে ভবনে সীমিত পরিসরে কার্যক্রম চালানোর নির্দেশ দেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ইউনিয়নে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় লোকবল নিয়োগ করে সেবা প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম, আল-ইসলাহ'র'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, লতিফিয়া এতিমখানার ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা, জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, বারঠাকুরী ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত সহ হাসপাতালের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।