জকিগঞ্জে অভিনব কায়দায় ঘরের চাল খুলে ইমাম সাহেবের ঘর চুরি! থানায় মামলা

জকিগঞ্জে অভিনব কায়দায় ঘরের চালের টিন খুলে নগদ টাকা ও স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। সোমবার রাতে জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের মামরখানী গ্রামের হাফিজ মাও. আব্দুর রহমানের ঘরে এ ঘটনা ঘটেছে। হাফিজ মাও. আব্দুর রহমান সুলতানপুর ইউনিয়নে ইলাবাজ গ্রমের (মধ্য) জামে-মসজিদে ইমামতি করে। দীর্ঘদিন ধরে তার মা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ। মাও. আব্দুর রহমান মসজিদে ইমামতির দায়িত্বে থাকায় তার স্ত্রী তাহমিনা বেগম গত ২৭ ফেব্রুয়ারী ঘর তলাবদ্ধ করে অসুস্থ মা’কে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে ছিলেন।

সকালে পরিবারের সদস্যরা বাড়িতে এসে এ ঘটনা জানতে পারেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াহিয়া আহমদ জানান, পরিবারটির আলমারি ভেঙে চোরের দল নগদ ১৪-১৫ হাজার টাকা, কাঁচের মালামাল স্বর্ণালংকার নিয়ে গেছে। এছাড়া এলাকায় গত দুমাসের মধ্যে চুরির ডাকাতি আরো কয়েকটি ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় জকিগঞ্জ থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, হাফিজ মাও. আব্দুর রহমান একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী অসুস্থ মা’কে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে গিয়েছিলেন। এ সুযোগে রান্না ঘরের টিন খুলে চোরের দল চুরি করেছে। 

নবীনতর পূর্বতন