জকিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১.৩০ মিনিটে সময় কালীগঞ্জের জান্নাত পার্ক কনভেনশন হলে মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন স্কুলের ছেলে মেয়েদের অংশগ্রহণ ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমদাদুল হক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা সুপারভাইজার লেহাজ উদ্দিন বাবর, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিও কবি এমএ ফাত্তাহ, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, উপজেলা আইটি উদ্যোক্তা শাহাদত হোসেন খান রেজা প্রমুখ।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলওয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৫টি ইভেন্টে বিজয়ীরা হলেন - ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা (কিশোর) ১ম স্থান অধিকার করে পুরস্কার অর্জন করে ৩নং কাজলসার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শাহনাজ রাইয়ান, ২য় পুরস্কার পেয়েছে ৮নং কসকনকপুর ইউনিয়নের জাহিদুল ইসলাম কামিল, ৩য় হয়েছেন একই ইউনিয়নের রেদওয়ান আহমদ।
১০০মিটার দৌড় প্রতিযোগিতা (কিশোরী)- ১ম হয়েছে ৬নং সুলতানপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের বৈশাখী রায়, ২য় হয়েছে ৭নং বারঠাকুরী ইউনিয়নের হুমায়রা জান্নাত, ৩য় হয়েছে ৮নং কসকনকপুর ইউনিয়নের রুহি আক্তার।
বালিশ বদল প্রতিযোগিতা (কিশোরী)- ১ম হয়েছে ৩নং কাজলসার ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের রুহিতা আক্তার সুফিয়া, ২য় হয়েছে ৭নং বারঠাকুরী ইউনিয়নের তানজিনা আক্তার, ৩য় হয়েছে ৬নং সুলতানপুর ইউনিয়নের জুই রায়,
কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (কিশোর-কিশোরী) - ১ম স্থান অর্জন কররেছে জকিগঞ্জ পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের হালিমা বেগম, ২য় স্থান অর্জন করেছে ৮নং কসকনকপুর ইউনিয়নের ইশরাক জাহান, ৩য় স্থান অর্জন করেছে ২নং বীরশ্রী ইউনিয়নের তানিম আহমদ।
সংগীত প্রতিযোগিতা (কিশোর-কিশোরী)- ১ম হয়েছে বীরশ্রী ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের মোহাম্মদ হাদি, ২য় হয়েছে কসকনকপুর ইউনিয়নের আরিফা জান্নাত, ৩য় স্থান অর্জন করেছে একই ইউনিয়নের রুহি আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন