জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি ::
জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের শতবর্ষী সকড়া জামে মসজিদ নিয়ে দীর্ঘ একযুগেরও বেশী সময়ধরে চলা বিরোধ স্থায়ীভাবে মিমাংসা হয়েছে। গতকাল সকালে ইলাবাজ গ্রামের সমাজসেবী বাসিত তালুকদারের বাড়ীতে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে সৃষ্ট বিরোধের আপোষ মিমাংসার জন্য ৩ সদস্যের এক সালিশ বোর্ড গঠন করা হয়। সালিশগন হলেন সৌদিআরব প্রবাসী সমাজসেবী বাসিত তালুকদার, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও জকিগঞ্জ জুডিশিয়াল কোর্টের শিক্ষানবিশ আইনজীবি জাকারিয়া আহমদ। সালিশ বৈঠকে উভয় পক্ষের মুরুব্বীদের নিয়ে সালিশ বোর্ডের মধ্যস্থতায় সৃষ্ট বিরোধের স্থায়ী সমাধান হয়। সালিশ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে উক্ত মসজিদটি সকড়া জামে মসজিদ নামে পরিচালিত হবে। মসজিদ পরিচালনায় সকড়া, এলংজুরী, হালঘাট ও ইলাবাজ গ্রামের নাম উল্লেখ থাকবে এবং উভয় পক্ষের করা বিভিন্ন সময়ের মামলা গুলো নিজ খরচে থানা ও আদালত থেকে তুলে আনা ও দ্রুততম সময়ের মধ্যে মসজিদ পরিচালনা কমিটি পূণঃগঠন করা। সালিশ বোর্ডের এমন সিদ্ধান্ত উভয় পক্ষের লোকজন সর্বসম্মতভাবে মেনে নেওয়ায় দীর্ঘ এক যুগেরও বেশী সময় ধরা চলা বিরোধের স্থায়ী সমাধান হওয়ায় জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন সবাইকে তাঁর অফিসে ডেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মসজিদটি নিয়ে চলা বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একাধিক বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিতেও বিষয়টি সমাধান হয়নি। অতীতে মসজিদের বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে মুসল্লিদের মধ্যে উত্তেজনা, মারামারি মামলা হমলায় গড়ায় এবং বর্তমানে একাধিক মামলা চলমান রয়েছে। পরিশেষে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।
বিষয়
জাতীয়