সম্মেলন ঘিরে আল-ইসলাহ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কর্মতৎপরতা
মঙ্গলবার বাদ আসর কালীগঞ্জে ইছামতি মাদ্রাসায় বারহাল, কাজলসার, মানিকপুর ইউপি ও রতনগঞ্জ আঞ্চলিক শাখার নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় করছেন। পরে বাদ মাগরিব সোনাসার স্টেশনে কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় করেন। পৃথক দুটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক, নির্বাহী সদস্য মাওলানা হাবিবুর রহমান হালিম, কাজলসার ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিম কামালী, মানিকপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, বারঠাকুরী ইউনিয়ন শাখার সভাপতি হাজী মাসুক আহমদ মেম্বার প্রমুখ।
এসময় সম্মেলনকে ঘিরে তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। বহুদিন পর সম্মেলনের ঘোষনা হওয়ায় কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য লাভের পর দুয়ারে এসেছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। বর্তমানে জকিগঞ্জে আল-ইসলাহ মনোনীত মাওলানা আব্দুস সবুর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদ নির্বাচনে সাফল্যের পর এবার উপজেলা নির্বাচনেও অংশগ্রহণ করে প্রার্থী দিতে চায় দলটি। উপজেলা নির্বাচনে আল-ইসলাহ প্রার্থী দিচ্ছে এমন সংবাদে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।