জকিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা


জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষে সোমবার দুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম। সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মার্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২১ ফেব্রুয়ারী দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার ও উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,  সূর্যোদয়ের সাথে সরকারি/বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদের শ্রদ্ধা জ্ঞাপন, সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ জোহর উপজেলার সকল মসজিদ, মন্দিরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন সহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার, সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার আব্দুল মোতলিব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবর, কালিগঞ্জ বাজার বনিক সমিতি নেতা সওদাগর সেলিম,  জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিভাকর দেশমুখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাদিয়া আক্তার লিজা, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. সেলিম আহমদ, কবি এমএ ফাত্তাহ সহ নেতৃবৃন্দ।
একই স্থানে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা এবং সন্ত্রাসও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়।

প্রিন্ট
নবীনতর পূর্বতন