জকিগঞ্জে জনতার হাতে ২ গরুচোর আটক


জুবায়ের আহমদ   :
জকিগঞ্জে দুই গরু চোরকে হাতনাতে আটক করেছে উত্তেজিত জনতা। গতরাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে গরু চুরি করতে গেলে স্থানীয় কামালপুর গ্রামে উত্তেজিত শতশত মানুষ চোরদের আটক করে ঘিরে রাখে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (নালুহাটি) গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে হানিফ আহমদ ও আব্দুল খালিকের ছেলে জসিম উদ্দিন।
এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, আমি এই দুই জনের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো। আপনারা ধৈর্য্য ধারণ করুন।
ঘটনাস্থলে উপস্থিত কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া প্রশাসনকে চুরদের আশ্রয়দাতা ও এখানকার সহযোগীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
জকিগঞ্জ থানার এসআই লিটন রায় বলেন, আটককৃত দুজনকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ঘনঘন চুরি ডাকাতি, বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি, সিরিজ গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। গত ৩১ জানুয়ারী গভীর রাতে জকিগঞ্জের লামারগ্রামে রায়পুরী ছাহেব বাড়ীতে ও আমবাড়ী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়। এর আগে বিগত ১৩ ডিসেম্বর রাতে কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামের সংখ্যালঘুনেতা অজয় কুমার লস্করের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১১ নভেম্বর ২৩  কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামে প্রবাসী জামাল আহমদের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। প্রতি মাসে জকিগঞ্জে ঘনঘন চুরি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে।

নবীনতর পূর্বতন