জকিগঞ্জে নিহত স্কুলছাত্র মুসরাবের বাড়িতে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী এমপি

দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামীদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি প্রদানের নির্দেশ


জকিগঞ্জে নিখোঁজের ৬ দিন পর জলাশয়ে ভাসমান অবস্থায় স্কুল ছাত্র নিহত মুসরাবের বাড়িতে গিয়ে শনিবার দুপুরে শোকাহত পিতার সাথে সাক্ষাৎ করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাও. হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি। এ সময় তিনি দ্রুততম সময়ে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস ও  প্রশাসনের কঠোর নজরদারীর তদারকি করেন। তিনি বলেন অপরাধী যাই হোক সে পার পাবে না, তাকে আইনের মাধ্যমে,আইনের আওতায় এনে এমন কঠোর শাস্তি প্রদান করা হবে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং আর কোন মায়ের বুক খালি না হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি স্কুলছাত্র বাড়ি থেকে ত্র বাড়ি থেকে বের  হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের ঈদগাহে একটি ওয়াজ মাহফিল থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা তিনদিন পর জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৬ দিন পরে কুছিরখালে স্থানীয়রা অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে নবহতের চাচা শামীম আহমদ গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। এতোদিন পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামীকে গ্রেফতার করতে পারে নাই। এজন্য জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে।
জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ বলেন, অপরাধীকে ধরতে প্রশাসনের আপ্রাণ চেষ্টা চলছে। প্রকৃত অপরাধী ছাড়া কাউকে হয়রানি না করতে গিয়ে দেরি হওয়ায় যদিও এলাকাবাসী সংক্ষুব্ধ, কিন্তু প্রকৃত অপরাধী ধরতে  প্রশাসনের সর্বোচ্চ প্রচেষ্টা থেমে নেই।
এসময় জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন